‘চবিতে খালেদা জিয়ার নামফলক ভাঙা ঘৃণ্য মনোবাসনার বহিঃপ্রকাশ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের নামফলক তুলে দিয়ে দুষ্কৃতিকারীরা তাদের ঘৃণ্য মনোবাসনা চরিতার্থ করেছে বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

- Advertisement -

বুধবার (৫ ডিসেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মুহাম্মদ যাকারিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়টি উল্লেখ করেন জাতীয়তাবাদী শিক্ষক নেতারা।

- Advertisement -google news follower

বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ‘বাংলাদেশে তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে হলের নামফলক তুলে দিয়ে দুষ্কৃতিকারীরা তাদের ঘৃণ্য মনোবাসনা চরিতার্থ করেছে। আমরা মনে করি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিহিংসা চরিতার্থ করতে সুপরিকল্পিতভাবে হলের নামফলক ভাঙচুর করা হয়েছে। দুষ্কৃতিকারীদের এ ধরনের উসকানিমূলক অপকর্ম ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশকে হুমকির মুখে ঠেলে দেবে।’

শিক্ষক নেতৃবৃন্দ অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে হলের নামফলক প্রতিস্থাপন ও ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

- Advertisement -islamibank

বিবৃতি দেওয়া শিক্ষকরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সাধারণ সম্পাদক প্রফেসর এস এম নছরুল কদির, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, ড. জাহেদ হোসাইন সিকদার, ড. হোসেন জামাল, ড. মোজাফফর আহমদ চৌধুরী, ড. মোহাম্মদ আলী চৌধুরী, ড. মো. মোয়াজ্জেম হোসেন মিয়া, ড. মো. এম মারুফ হোসেন, ড. মোহাম্মদ কামাল হোসাইন, ড. মোহাম্মদ আল-ফোরকান, ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, মুহাম্মদ যাকারিয়া, আনোয়ার হোসেন, ড. মোহাম্মদ মোশারফ হোসেন, ড. মোঃ আব্দুল মান্নান, ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ, মোহাম্মদ  মঞ্জুর মোর্শেদ, মোহাম্মদ মেজবাউল আলম, এ জি এম নিয়াজ উদ্দিন, জাকিয়া রেহানা, ড. মু. জাফর উল্লাহ্ তালুকদার, ড. শেখ বখতিয়ার উদ্দিন, ড. শেখ বখতিয়ার উদ্দিন, মোহাম্মদ জমালুল আকবর চৌধুরী, ড. মোহাম্মদ সালেহ জহুর, ড. এ, কে. এম. মাহফুজুল হক, ড. জয়নাল আবেদীন সিদ্দিকী, ড. মোহাম্মদ আশরাফুল আজম খান, ড. মো. শাহাদাত হোসেন, ড. জহুরুল আলম, ড. মোহাম্মদ সামছুদ্দোহা, ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, ড. মো. আমান উল্লাহ, ড. মো. সিরাজ উদ্দীন, মোহাম্মদ আলম চৌধুরী প্রমুখ।

জয়নিউজ/ফরহান অভি/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM