লক্ষীপুরের কুখ্যাত জলদস্যু ফারুক চট্টগ্রামে ধরা

অনলাইন ডেস্ক

লক্ষীপুরের অস্ত্রধারী কুখ্যাত জলদস্যু মো. ফারুককে (৪২)কে চট্টগ্রামের ডাবলমুরিং থানার মাদারবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

বুধবার (৬ মার্চ) দুপুরে র‍্যাব-৭ এর সহায়তায় রামগতির বড়খেরী নৌ-পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

- Advertisement -google news follower

ফারুক ভোলার দৌলতখান থানাধীন চর খলিফা এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। সে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে পৃথক দুই ডাকাতি মামলার আসামি।

বুধবার রাতে নৌ-পুলিশের ইনচার্জ ফেরদৌস আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ফারুক অস্ত্রধারী কুখ্যাত জলদস্যু। মেঘনা নদীর জেলেদের অপহরণ করে সে মুক্তিপণ আদায় করে ছেড়ে দিতো।

- Advertisement -islamibank

২০২২ সালের দিকে কমলনগরের মেঘনা নদীতে জেলেদের নৌকায় ডাকাতি করে সে। এছাড়া রামগতির আলেকজান্ডার এলাকার মেঘনা নদীতে ডাকাতিকালে জেলেদের গুলি ছোড়ে। এতে চার জেলে গুলিবিদ্ধ হয়। এ দুই মামলার প্রধান আসামি ফারুক।

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মাদারবাড়ী এলাকায় র‍্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM