নবনিযুক্ত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী চন্দনাইশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘মানুষ আমাকে ভালোবেসে জীবন বাজি রেখে ভোট দিয়েছিল। এত বেশি ভোট কল্পনা করা যায় না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ করেছেন। এ অর্জন আমার একার নয়, আপনারা চন্দনাইশ বাসীরও। এ অর্জন আপনাদের উৎসর্গ করলাম। আপনারা আমাকে সারা বাংলাদেশের নজরুল বানিয়েছেন।’
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে অডিটরিয়াম হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আরো বলেন, ‘এখন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে মানুষের সেবা ও দেশের উন্নয়নে সময় ব্যয় করা। যতই কর্মব্যস্ত থাকিনা কেন সবসময় চন্দনাইশ বাসীর পাশে থাকব। আমৃত্যু চট্টগ্রাম-১৪ আসনের সেবা করে যেতে চাই।’
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা, চন্দনাইশ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম খোকা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ চৌধুরী জুনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, দোহাজারী পৌরসভার মেয়র মোহাম্মদ লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান খোরশেদ বিন ইসহাক, উপজেলা যুবলীগ আহ্বায়ক তৌহিদুল আলম, পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেএন/এমআর