মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় কারখানার চারজন শ্রমিক আহত হয়।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে খোদা হাফেজ সড়ক সংলগ্ন জে কে প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণের কাজ করে।
আহতরা হলেন ইকবাল (৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬)। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, রাত সাড়ে ৮ টার পর মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিন সেটের জে কে প্লাস্টিক কারখানার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। এতে চারজন আহত হন। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাৎক্ষণিকবাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি আমিনুল ইসলাম।
জেএন/পিআর