একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের চূড়ান্ত প্রার্থীদের চিঠি বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী সেচ্ছাসেবক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বৃহস্পতিবার থেকে মহাজোটের চূড়ান্ত প্রার্থীদের মনোনয়ন চিঠি দেওয়া শুরু হবে এবং শুক্রবার (৭ ডিসেম্বর) এর মধ্যে চিঠি দেওয়া শেষ হবে।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের বিকল্প নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের পরাজয় মানে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাওয়া। আমাদের পরাজয় মানে ২০০১ এর অন্ধকার। আমরা কি সন্ত্রাস-দুর্নীতির সেই অন্ধকারে আবারো ফিরে যেতে চাই?
তিনি বলেন, নির্বাচনে মহাজোট থেকে আমরা যে প্রার্থীদের দিচ্ছি, তারা বিপুল ভোটে জয়ী হবেন। তবে আত্মতুষ্ট হওয়ার মতো পরিবেশ নেই। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। দলের স্বার্থে ত্যাগ স্বীকার করতে হবে। ক্ষমতায় আসলে সম্মান দেওয়া হবে।