চট্টগ্রামের বাঁশখালী সীমান্ত পাহাড়ে বন্য হাতির আক্রমণে হাছিনা আক্তার নামে ৪২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে চট্টগ্রামের বাশঁখালী থানাধীন বেঁলগাও চা বাগানে লাকড়ি সংগ্রহে গেলে এ ঘটনা ঘটে।
নিহত হাছিনা সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরী গুনাপাড়ার মৃত লেদু মিয়ার স্ত্রী ও ছেলে সায়েমের মা।
জানা গেছে, হাছিনা বেগম ও তার মা ছারা খাতুনসহ কয়েকজন মহিলা লাকড়ি সংগ্রহের জন্য বাঁশখালী সীমান্ত পাহাড়ে যায়।
সেখানে হাতি দেখে অন্যরা পালিয়ে গেলেও অসুস্থ থাকায় বাঁচতে পারেননি হাছিনা আক্তার। বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়।
বনবিভাগের পুকুরিয়া বনবিট কর্মকর্তা মো. আশরাফ আলী জানান, পাহাড়ি এলাকায় হাতির আক্রমণে হাছিনা আক্তারের দেহ থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
জেএন/পিআর