বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছিরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
বিএনপি-জামায়াত আমলের টেকনোক্র্যাট মন্ত্রী মীর নাছির চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। বাছাই পর্বে জেলা নির্বাচন কর্মকর্তা মীর নাছির ও তার ছেলে মীর হেলালের মনোনয়ন বাতিল করলে তারা নির্বাচন কমিশনে আপিল করেন।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনও তার মনোনয়ন রেখেছে বাতিলের খাতায়। নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিল হওয়ার পর মীর নাছির হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন জয়নিউজকে।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের করা মামলায় মীর নাছির ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল সাজাপ্রাপ্ত আসামি। বর্তমানে তারা উচ্চ আদালত থেকে জামিনে আছেন।