শান্তিপূর্ণভাবে শেষ হলো বিজিএমইএ’র নির্বাচন

অনলাইন ডেস্ক

শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ‘র ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। শনিবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

- Advertisement -

ভোট শেষে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন জানান, ভোট পড়েছে ২ হাজার ২২৬ টি।
যা মোট ভোটারের ৮৯ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৮৩৯ এবং চট্টগ্রামে ৩৮৭ জন সদস্য ভোট দিয়েছেন।

- Advertisement -google news follower

নির্বাচনে ‘ফোরাম’ ও ‘সম্মিলিত পরিষদ’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিচ্ছেন বিজিএমইএ’র বতর্মান সিনিয়র সহ-সভাপতি এসএম মান্নান কচি। আর ফোরামের নেতৃত্বে রয়েছেন বর্তমান কমিটির পরিচালক ফয়সাল সামাদ।

এবারের নির্বাচনে দুটি প্যানেলের প্রায় এক তৃতীয়াংশ প্রার্থী পারিবারিক ব্যবসার উত্তরাধিকারী বা তরুণ প্রতিদ্বন্দ্বী। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই জানিয়েছেন উভয় প্যানেলের প্রার্থীরা।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM