পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়ায় স্লিপার সার্ভিক চেয়ার কোচ ও এলাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

- Advertisement -

শনিবার (৯ মার্চ) রাত বারোটার দিকে চট্টগ্রাম–পটিয়ায় মহাসড়কের কাগজি পাড়া মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

আহতরা হলেন, বাবুল (৫৫), নাজিম উদ্দিন (৪০) আশরাফ (৩৭), সাকিব (১৮), ইলিয়াছ (৬০), রুপক ৩৭), ইলিয়াস (৪৫), গোপাল সর্দার (৬০), মানিক (২৭), রিয়াদ (২৪), মুন্নি আক্তার (৪০), আবু বক্কর ছিদ্দিক (২৮), শম্ভু (৪৬), এরশাদ (৩৪), আবুল কাসেম (৪২), সাজিয়া বেগম (৪৫), জান্নাতুল মাওয়া (৮), সামসুর রহমান (৫০)। এ ঘটনায় আরো বেশ কয়েকজন যাত্রী আহত হন।

সার্ভিক চেয়ার কোচ গাড়িতে থাকা যাত্রী রুবেল জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসছিল তাদের গাড়িটি। ঘটনাস্থলে আসলেই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এলাইন পরিবহনের একটি বাস বেপরোয়া ভাবে লাইনচ্যুত হলে তাদের গাড়ির সাথে সংঘর্ষ হয়।

- Advertisement -islamibank

এতে দুটি বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্যদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার নওশাদ জানান, আহতদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে স্থানীয়রা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদের মধ্যে চারজনের অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়।

পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহেল জানান, ঘটনার খবর পেয়েই আমরা ছুটে আসি। কেউ মারা না গেলেও অনেকেই আহত হয়েছে। যতটুকু জানতে পেরেছি এলাইন পরিবহন বাসটির ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিল। ড্রাইভার ঘটনার পর পলাতক।

এঘটনায় মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু চেয়ার কোচের কোন দোষ খুঁজে পাচ্ছিনা সেহেতু তাদের মালিকপক্ষ মামলার আবেদন করলে তা আমরা গ্রহণ করব। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM