রোজায় স্কুল বন্ধ রাখার আদেশ বহাল, সিদ্ধান্ত কাল

শিক্ষা ডেস্ক :

রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ নাকি খোলা এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আপিল বিভাগ।

- Advertisement -

স্কুল খোলার রাখার সিদ্ধান্তকে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে।

- Advertisement -google news follower

মঙ্গলবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি সাইফুল আলম। অপর পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফায়েজ।

- Advertisement -islamibank

এর আগে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত গতকাল রবিবার স্থগিত করেন হাইকোর্ট। আজ সোমবার এ বিষয়ে আপিলের আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

হাইকোর্টের স্থগিতাদেশে চেম্বার আদালত হস্তক্ষেপ না করায় মঙ্গলবার রোজার প্রথম দিন প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন আইনজীবী এ কে এম ফায়েজ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM