চট্টগ্রামে কাল মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

খেলাধুলা ডেস্ক :

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আগামীকাল বুধবার (১৩ মার্চ) শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ

- Advertisement -

এর আগে সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে সেই স্মৃতি ভুলে টাইগারদের চোখ এখন ওয়ানডে সিরিজে।

- Advertisement -google news follower

প্রায় ৩ মাস পর ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। নেপিয়ারে গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ৫০ ওভার ক্রিকেট খেলেছিলো টাইগারা।

তবুও প্রিয় ফরম্যাট বলেই আত্মবিশ্বাসের ঘাটতি নেই হাথুরুসিংহের শিষ্যদের। জয় দিয়েই সিরিজ শুরু করার লক্ষ্য শান্ত-লিটনদের।

- Advertisement -islamibank

অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজ জয় করে বেশ আত্মবিশ্বাসী লঙ্কানরা। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজও জিততে চায় শ্রীলঙ্কা দল।

এদিকে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দুই দল ৫৪ বার মুখোমুখি হয়েছে। যেখানে লঙ্কানদের ৪২ জয়ের বিপরিতে টাইগারদের জয়ে ১০ টিতে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM