লোহাগাড়ায় টপসয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

লোহাগাড়ায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) বিক্রির দায়ে এক যুবককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

সোমবার (১১ মার্চ) রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোয়াং এলাকায় অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুুহাম্মদ ইনামুল হাছান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

- Advertisement -google news follower

এ সময় খোরশেদ আলম (৪০) কাছ থেকে মাটিকাটার কাজে ব্যবহৃত ২টি ডাম্পার ও একটি স্কেভেটর জব্দ করা হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেন, রাতের আঁধারে ওই এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল প্রভাবশালীরা।

- Advertisement -islamibank

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১টি ডাম্পার ও স্কেভেটর জব্দ করা হয়। সেইসঙ্গে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে খোরশেদ আলমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএন/হিমেল/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM