চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় গবাদিপশুসহ বসতঘর এবং চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার হাইলধর সমিতি পুকুর পাড় ও বৈরাগ সেন্টার এলাকার মহালখান বাজারে আগুনের ঘটনা দুটি ঘটে।
জানা যায়, মঙ্গলবার সাড়ে ১২ টার সময় আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের সমিতি পুকুরপাড় এলাকায় আগুন লাগে।
এতে অনিল কুমার দাস (৬০) এর বসতবাড়ি ও ৪টি ছাগল এবং দিলীপ কুমার দাস (৫৫) এর বসতবাড়ি পুড়ে যায়।
জানা যায়, অনিল কুমারের পরিবার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। অন্যদিকে দিলীপ কুমার পেশায় একজন সিএনজি চালক। তিনি সকালে গাড়ি নিয়ে বের হন। ২ পরিবারের কেউ ঘরে ছিলনা।
স্থানীয়দের কাছ আগুন লাগার খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তাদের দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
এদিকে একই দিন দুপুর ১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়ন মহলখান বাজারে গ্যাস সিলিন্ডার থেকে আলিমের মালিকানাধীন চায়ের দোকানে আগুন লাগে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, আনোয়ারায় হাইলধর ও বৈরাগ ইউনিয়নে দুই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
জেএন/পিআর