চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ নানান অনিয়মের দায়ে ৭ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানের নেতৃত্ব দেন অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি জানান, মূল্যতালিকা না থাকা, মূল্য বেশি রাখা, ভুসিজাতীয় বস্তুর সাথে কাপড়ের রঙ মিশিয়ে গুঁড়া হলুদ মরিচ বিক্রয় করায় মাংস, সবজি ও গুঁড়া হলুদ মরিচ ব্যবসায়ীসহ বাজারের ৭ ব্যবসায়ীর কাছ থেকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের সতর্ক করা হয়েছে।
অভিযানে সার্বক্ষনিক উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
জেএন/পিআর