চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন কদমতলী ফিলিং স্টেশন সংলগ্ন সিআরবি শিরীষতলা এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।
আটক তিনজন হলেন, মো. আলতাফ হোসেন (২৪), মিসবাহ (২০) ও মো. কামাল হোসেন চৌকিদার।
আজ মঙ্গলবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক।
থানা সূত্রে জানা যায়, গত রবিবার (১০ মার্চ) ভোর ৪ টার দিকে কদমতলী ফিলিং স্টেশনের সামনে সিআরবি শিরীষতলা প্রবেশের মুখে রায়হান উদ্দিন (২২) নামে এক শিক্ষার্থীর পথরোধ করে সংঘবদ্ধ দল।
তারা ভয়ভীতি দেখিয়ে OPPO F19 মডেলের মোবাইল এবং পকেটে থাকা নগদ ৩৫০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
ঘটনাটি থানায় অবহিত করলে সোমবার ওই এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রটির তিন সদস্যকে আটক করতে সক্ষম হয় টিম কোতোয়ালী।
কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক বলেন, আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
জেএন/পিআর