বাংলাদেশ সফরে আসছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ও মন্ত্রী জোহান

অনলাইন ডেস্ক

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশ সফরে আসছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। তার সঙ্গে দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেলও বাংলাদেশ সফর করবেন।

- Advertisement -

মঙ্গলবার (১২ মার্চ) সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূতের ভূ‌মিকার অংশ হিসেবে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া ১৮-২১ মার্চ বাংলাদেশ সফর করবেন। ওই সফরে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী মহাসচিব উলরিকা মোদেরও ক্রাউন প্রিন্সেসের সঙ্গে বাংলাদেশ সফর করবেন। ক্রাউন প্রিন্সেসের এ সফরের উদ্দেশ্য হবে বাংলাদেশ যে উন্নয়নের যাত্রা করেছে সে‌টি দেখা।

ক্রাউন প্রিন্সেসের সফ‌র কর্মসূচির মধ্যে থাকবে– সরকারি প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ, উদ্যোক্তা, সংস্থা ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক। এ ছাড়া সবুজ ও ডিজিটাল রূপান্তর প্রচারে ব্যবসায়িক খাতের ভূমিকা সংক্রান্ত ইভেন্টে অংশগ্রহণ এবং জলবায়ু অভিযোজন, ডিজিটালাইজেশন নিয়ে মাঠ পর্যায়ে কিছু সাইট ভিজিট করা। এর বাইরে তারা কক্সবাজার রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শন করবেন।

- Advertisement -islamibank

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী জোহান ফরসেল বলেন, সুইডেন ও বাংলাদেশের অংশীদারিত্ব ৫০ বছরের বেশি সময় আগের। এ‌টি দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগিতা ও ব্যাপক বাণিজ্য নিয়ে গঠিত। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন যাত্রা করেছে এবং ২০২৬ সালে বাংলা‌দেশ একটি নিম্ন আয়ের দেশ থেকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে বলে আশা করা হচ্ছে।

জোহান ফরসেল বলেন, সুইডিশ কোম্পানিগুলোসহ ব্যবসায়িক খাত বাংলাদেশে সবুজ ও ডিজিটাল রূপান্তর প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই প্রবৃ‌দ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM