গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩০

দেশজুড়ে ডেস্ক :

গাজীপুরেকালিয়াকৈর উপজেলার মৌচাক তেলির চালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩০ জন দগ্ধ হয়েছেন।

- Advertisement -

বুধবার (১৩ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয় শফিক খানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম যায়। সেখানে গিয়ে দগ্ধ কাউকে পাওয়া যায়নি।

- Advertisement -islamibank

ফায়ার সার্ভিস যাওয়ার আগেই দগ্ধদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা দগ্ধদের সংখ্যা সংগ্রহ করছি।

এখন পর্যন্ত মোট কতজন দগ্ধ হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ১৫ জনের দগ্ধ হওয়ার কথা নিশ্চিত হয়েছি।

রাত ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা জানান, বুধবার সন্ধ্যায় গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ২৮ জনকে পর্যায়ক্রমে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM