সিএনএন কার্যালয়ে বোমা হামলার হুমকি

মার্কিন গণমাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্ক বা সিএনএনের নিউইয়র্ক কার্যালয়ে ফোনে বোমা হামলার হুমকি পাওয়ার পর বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাতে অফিস খালি করে দেওয়া হয়। পরে পুলিশ এসে তল্লাশি চালায় এবং বোমার হদিস না পেয়ে কার্যালয় নিরাপদ ঘোষণা করে।

- Advertisement -

সিএনএন ওয়ার্ল্ডওয়াইডের প্রেসিডেন্ট জেফ জাকার এক অভ্যন্তরীণ বার্তায় কর্মীদের বলেছেন, নিউইয়র্ক পুলিশ সিএনএন কার্যালয় নিরাপদ ঘোষণা করেছে এবং কাজে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে। ভবনটি সবার জন্য নিরাপদ।

- Advertisement -google news follower

প্রায় ৯০ মিনিট তল্লাশি অভিযান চালায় পুলিশ। গত অক্টোবরেও সিএনএনের নিউইয়র্ক কার্যালয়ে একটি বিস্ফোরক ডিভাইস পাওয়ার পর পুরো অফিসে খালি করে দেওয়া হয়।

সিএনএন জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বার্তাকক্ষ থেকে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এরপর সবাইকে অফিস খালি করতে বলা হয়। এর এক ঘণ্টা পর স্কাইপির মাধ্যমে সম্প্রচার চালিয়ে যায় টেলিভিশন চ্যানেলটি।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM