যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকারকর্মী শহিদুল ইসলাম তালুকদার নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) বিকেলে নিউ ইয়র্কের মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি বেশ কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে ভর্তি হন।
শহিদুল ইসলামের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
নিউ ইয়র্কে মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের (এমটিএ) অধীনে কাজ করতেন। সাউথ এশিয়া ওয়াচ হিউম্যান রাইটস নিউ ইয়র্ক এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পত্রিকায় লেখালেখিও করতেন।
শহিদুল ইসলাম পিরোজপুরের চল্লিশা গ্রামের বাসিন্দা ছিলেন। শনিবার যোহরের নামাজ শেষে জানাজা লং আইল্যান্ডের একটি মসজিদে অনুষ্ঠিত হয়। পরে সেখানে মরদেহ দাফন করা হয়।
জেএন/পিআর