ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া গ্রামে আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে ত্রিশাল থানা পুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।
এসময় হামলাকারীরা বেদেনা নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ মার্চ) দিনগত রাত সাড়ে দশটার দিকে ত্রিশালের ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন, এসআই ইসমাইল হোসেন (৩০), এএসআই গোলাম রসুল (৩৫) ও এএসআই রাকিব (৩৯)। তারা সবাই ত্রিশাল থানায় কর্মরত।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া গ্রামের বেদেনা আক্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার রাত সাড়ে ১০টার দিকে তাকে ধরতে যান ত্রিশাল থানার তিন পুলিশ।
এ সময় বেদেনা আক্তারের ছেলে হারুন মিয়া অতর্কিত হামলা করে পুলিশ সদস্যদের ধারাল ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর এসব তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এএসআই রাকিবের পেটে কোপ লেগেছে। এসআই ইসমাইলের পিঠে ও এএসআই রসুলের কনুইয়ের উপরে কোপানোর আঘাত রয়েছে। শুরুতে রক্তক্ষণ বন্ধ হচ্ছিল না। অন্যদের বেডে পাঠানো হয়েছে। তবে রাকিবের অবস্থা কিছুটা গুরুতর।
ত্রিশাল সার্কেল এসপি অরিত সরকার জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীকে আটকের চেষ্টা চলছে।
জেএন/পিআর