চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশন সংলগ্ন গ্রিনভ্যালী আবাসিকের মুখে সংঘবদ্ধ হয়ে জুয়ার আসর বসিয়েছেন। সোর্সের মাধ্যমে এ খবর চলে যায় থানায়।
তাৎক্ষনিক অভিযানে যায় পাঁচলাইশ মডেল থানার একটি টিম। জুয়ার বোর্ড থেকে খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ হাতে নাতে আটক হয় ১০ জুয়াড়ি।
সোমবার (১৮ মার্চ) সিএমপির পাঁচলাইশ মডেল থানা সূত্রে এ তথ্য জানা গেছে। বলা হয়, গোপন খবরে গ্রিনভ্যালী আবাসিকের মুখে জনৈক ফারুকের জুয়ার বোর্ডে অভিযান চালায় টিম পাঁচলাইশ।
এসময় জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ১০ জুয়াড়িকে আটক করে পুলিশ। আটকদের বিরুদ্ধে থানার নন এফআইআর প্রসিকিউশন রুজু করা হয়েছে।
জেএন/পিআর