চট্টগ্রাম নগরীর চর চাকতাই এলাকায় তদারকিমূলক অভিযানে গিয়ে ফ্রিজিয়া ফুড প্রোডাক্টস নামে একটি বিস্কুট তৈরির কারখানাকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে এবং অননুমোদিত ক্যামিকেল ব্যবহার করার দায়ে এ জরিমানা করা হয়।
আজ সোমবার (১৮ মার্চ) দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মো. ফয়েজ উল্লাহ।
তিনি বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকির অংশ হিসেবে আজ চর চাকতাই এলাকার ফ্রিজিয়া ফুড প্রোডাক্টসে পরিদর্শণে যায়।
সেখানে দেখা যায় অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে এবং অননুমোদিত ক্যামিকেল ব্যবহার করে তারা বিস্কুট তৈরী করছে। ফলে তাদেরকে প্রথমবারের মতো সতর্ক করে দিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। তদারকি অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার এ কর্মকর্তা।
জেএন/পিআর