পাপুয়া নিউ গিনিতে বৃষ্টি এবং আকস্মিক বন্যায় অন্তত ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পার্বত্য এবং উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে এ বন্যার সৃষ্টি হয়।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ বন্যায় সেখানকার রাস্তা, বাড়িঘর এবং কৃষি জমি প্লাবিত হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার ভারপ্রাপ্ত পরিচালক লুসেট ম্যান।
তিনি জানান, পার্বত্য অঞ্চল চিম্বু প্রদেশের ভূমিধসে এক মা এবং তার সন্তান প্রাণ হারিয়েছেন। এছাড়া তিনটি পৃথক ভূমিধসে মোট ২৩ জন কাঁদামাটির নিচে চাপা পড়েন।
লুসেট আরও বলেন, এখনও সেখানে ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়া ভূমিধস এবং বিভিন্ন নদী প্লাবিত হচ্ছে। ফলে বিভিন্ন এলাকার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।
জেএন/পিআর