ঈদ উপলক্ষে নতুন নোট ৩১ মার্চ থেকে পাওয়া যাবে

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক। এই সময় ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরের কয়েকটি তফসিলি ব্যাংকের শাখা থেকেও নতুন নোট সংগ্রহ করা যাবে।

- Advertisement -

এবার ঈদ উপলক্ষে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের শাখা। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -google news follower

এতে বলা হয়, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে এসব নতুন নোট বিনিময় বা বিতরণ করা হবে। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখার মাধ্যমেও গ্রাহকেরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM