‘স্বাস্থ্যখাতে দেশ এখন অনেক এগিয়ে গেছে। স্বাস্থ্যখাতে সরকার আগের তুলনায় বাজেট বাড়িয়েছে দ্বিগুণ। সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই এ খাতে জড়িত সকলকে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে।
শুক্রবার (৭ ডিসেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের জেলা পর্যায়ের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) বাবলু কুমার সাহা একথা বলেন।
জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদাররে সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ মিকাইল, ডেপুটি সিভিল সার্জন ডা. নীহার কুমার নন্দী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।
সমন্বয় সভায় রাঙামাটি জেলার ১০টি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এর আগে অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন এবং কাপ্তাই ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।