প্রয়াত গণসঙ্গীতশিল্পী অশোক সেনকে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শুক্রবার (৭ ডিসেম্বর) কোলকাতা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত এই শিল্পীর মরদেহ আসার পর শ্রদ্ধা নিবেদন করেন মেয়র নাছির।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মাঈন উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, কার্যনির্বাহী সদস্য হাজী বেলাল আহমেদ, চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, উদীচি চট্টগ্রাম জেলার সহসভাপতি ডা. চন্দন দাশ, মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস, মুক্তিযোদ্ধা দেবাশীষ গুহ বুলবুল, সাংবাদিক ও লেখক প্রদীপ খাস্তগীর, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সৃজামি সাংস্কৃতিক অঙ্গনের সভাপতি সুজিত চক্রবর্ত্তী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপ সচিব আশেক রসূল চৌধুরী টিপু, সাংস্কৃতিক সংগঠক ড. কুন্তল বড়ুয়া, দেওয়ান মাকসুদ আহমেদ, চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, দুলাল দাশগুপ্ত, প্রমা আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসান, বোধন আবৃত্তি পরিষদের পঞ্চানন চৌধুরী, আবদুল হালিম দোভাষ, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, কবি আশীষ সেন, কবি অভিক ওসমান, রাজনীতিক কালাম চৌধুরী, বিধান রক্ষিত, নাট্যকর্মী সুচরিত দাশ খোকন, মো. আলী টিটু, সংস্কৃতিকর্মী ও শিল্পী কল্পনা লালা, কাবেরী সেন গুপ্ত, দীপেন চৌধুরী, শওকত আলী সেলিম, নজরুল ইসলাম মোস্তাফিজ, সুজিত দাশ অপু, সুজিত চৌধুরী মিন্টু, কবি সজল দাশ, দিলীপ সেনগুপ্ত, নারায়ণ দাশ, আসিফ ইকবাল ও প্রয়াত সঙ্গীতশিল্পীর জামাতা অসীম দাশ প্রমুখ।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অশোক সেনগুপ্তের মরদেহ শেষকৃত্য অনুষ্ঠানে যাত্রার আগে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, গণজাগরণের এই গণসঙ্গীতশিল্পী আমাদের মধ্য থেকে হারিয়ে গেলেন। তাঁর কীর্তিকর্ম আমরা স্মরণে বরণে ধারণ করে রাখব। প্রেস বিজ্ঞপ্তি।
জয়নিউজ/বিশু/জুলফিকার