বাংলাদেশ-মায়ানমার সীমান্তে টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মার্চ) মিয়ানমারের জলসীমানায় জাহাজটি দেখতে পান স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে শাহপরীর দ্বীপ বিওপির ওপারে তিন কিলোমিটার পূর্বে নাফ নদীর ওপারে মায়ানমারের অভ্যন্তরে একটি বড় যুদ্ধজাহাজ দেখা যায়। নাফ নদীতে এ ধরনের জাহাজ সচরাচর দেখা যায় না বলে জানান তারা।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, নাফ নদীতে সে দেশের জলসীমানায় একটি বড় জাহাজ দেখা যাচ্ছে। তবে সেটি কীসের জাহাজ জানা যায়নি।
সীমান্তের শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. সেলিম বলেন, সকালে নাফ নদীতে মায়ানমার সীমান্তে একটি নেভির জাহাজ দেখা গেছে। তবে, এখন সীমান্তে গোলাগুলি বন্ধ রয়েছে।
এদিকে, সর্বশেষ গত ১৮ মার্চ কক্সবাজারের টেকনাফ সীমান্তের হ্নীলা সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়। এরপর থেকে তেমন কোনো শব্দ শোনা যাচ্ছে না বলে জানান হ্নীলার ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
জেএন/পিআর