প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল। এর আগে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সুভাষ বসুর পরিবারের উত্তর প্রজন্ম সুগত বসু।
শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক এবং সুভাষ বসু-শরৎ বসু পরিবারের উত্তর-প্রজন্ম সুগত বসু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে ইতিহাসের নানা দিক নিয়ে কথা হয় উভয়ের মধ্যে।
পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য-সাক্ষাৎ করেন। এসময় দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট নানা দিক নিয়ে আলোচনা হয়। দেশের স্বাস্থ্য সেবার নানা উন্নয়নের দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেএন/এমআর