প্রধানমন্ত্রীর সাথে ‘হু’র আঞ্চলিক পরিচালক পুতুলের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল। এর আগে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সুভাষ বসুর পরিবারের উত্তর প্রজন্ম সুগত বসু।

- Advertisement -

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক এবং সুভাষ বসু-শরৎ বসু পরিবারের উত্তর-প্রজন্ম সুগত বসু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে ইতিহাসের নানা দিক নিয়ে কথা হয় উভয়ের মধ্যে।

- Advertisement -google news follower

পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য-সাক্ষাৎ করেন। এসময় দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট নানা দিক নিয়ে আলোচনা হয়। দেশের স্বাস্থ্য সেবার নানা উন্নয়নের দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM