চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি ১৬০ লিটার চোলাইমদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ পালেগ্রাম এলাকার ছলিয়ার বর পুল থেকে এসব চোলাইমদসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতকানিয়ার বাজালিয়া ফরেস্ট অফিসস্থ নতুন পাড়া এলাকার মৃত ইসমাইলের ছেলে দেলোয়ার হোসেন (২৭), পুরানগড় ফকির মিল এলাকার সজল দাশের ছেলে মিন্টু দাশ (২৫), বড় দুয়ারা ঘোয়ালকুড়া এলাকার সোলাইমান বাঁশির ছেলে মো. ফরহাদ (৩০) ও বাজালিয়া রফিক চেয়ারম্যান পাড়া এলাকার মৃত আবদুর রহমানের ছেলে মো. বাপ্পী (২৪)।
বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ জানান, দেশীয় তৈরি চোলাইমদের একটি চালান নিয়ে সংঘবদ্ধ একটি মাদক কারবারি চক্র ওই এলাকায় অবস্থান করছে।
গোপন সোর্সে এমন খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এ.কে.এম নুরুল হক হাওলাদারের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।
এসময় ১৬০ লিটার চোলাইমদসহ হাতেনাতে চারজনকে আটক করে টিম। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বললেন ওসি।
জেএন/পিআর