কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে মডেল আয়তানা

তথ্য-প্রযুক্তি ডেস্ক :

প্রযুক্তির উৎকর্ষতার এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এক বিস্ময়কর আবিস্কার। বিশ্বব্যাপী এআই প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন অনেক কর্মকান্ড সম্পন্ন করা হচ্ছে।

- Advertisement -

এবার এর ছোঁয়া লেগেছে মডেলিংয়ে। ইউরোপের দেশ স্পেনে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি মডেল তৈরি করা হয়েছে।

- Advertisement -google news follower

আয়তানা নামক এই মডেল পুরোপুরি এআই দিয়ে নিয়ন্ত্রিত হয়। দেখতে স্বাভাবিক মানুষের মতো। এই মডেলের কালো চোখ, গোলাপি চুল। বয়স ২৫। বিজ্ঞাপনের মডেল হিসেবে একে ব্যবহার করছে স্পেনের দ্য ক্লুলেস নামক একটি সংস্থা।

এই মডেল তৈরির আগে দ্য ক্লুলেস সংস্থাটির কাছে কোনো গ্রাহক ছিল না। ইউরোনিউজকে সেই কঠিন সময়ের কথা তুলে ধরতে গিয়ে ক্লুলেসের উদ্যোক্তা ও নকশাবিদ রুবেন ক্রুজ জানান, আমরা সার্বিক পরিস্থিতি বুঝতে পেরেছিলাম। তখন দেখছিলাম আমাদের কাজ বাতিল হচ্ছে। যদিও অনেক সমস্যা ছিল। অনেক মডেল বা ইনফ্লুয়েন্সার ঠিকমতো কাজ করছিলো না।

- Advertisement -islamibank

তিনি আরও জানান, ওই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে আমরা নিজেদের ইনফ্লুয়েন্সার তৈরির কথা ভাবি।

আমরা এমন এক ইনফ্লুয়েন্সার চাচ্ছিলাম যে মডেল হিসেবে কাজ করবে এবং তার ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট হবে। তারা আশা করছেন, এই ধরনের কৃত্রিম মডেল বিজ্ঞাপনের খরচ কমিয়ে আনবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM