চট্টগ্রামের বিভিন্ন বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের অধিকাংশেই তেমন আশার খবর না এলেও সবজি ও মুরগীর দামে কিঞ্চিত স্বস্তি অনুভব করছে সাধারণ ক্রেতারা। কমেছে দাম।
আর সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা।
শুক্রবার চট্টগ্রামের বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম কেজিতে পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। এখন শিম ও মুলা ২০ টাকা, বেগুন ২০ থেকে ৩০ টাকা, টমেটো ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
পাইকারি বাজারে বর্তমানে পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে তা রাখা হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।
প্রতি কেজি আদা ১৮০ থেকে ২০০ টাকায় এবং রসুন ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর গরুর মাংস ও মাছ বিক্রি হচ্ছে আগের দামেই।
তবে গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে এ সপ্তাহের বাজারে ব্রয়্লার মুরগী পাওয়া যাচ্ছে ১৭৫ থেকে ১৮৫ টাকায়।
বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার ২৯টি পণ্যের দাম বেঁধে দিলেও গত দুই সপ্তাহে বাজারে তার প্রতিফলন নেই।
জেএন/পিআর