চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৩টি বসতঘর এবং ৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ওই ইউনিয়নের সেগুনবাগান এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে তার আগেই মোমিন উদ্দিনের সেমিপাকা দোকান, জসিম উদ্দিনের সেমিপাকা দোকান, মো. ইউসুফের একটি দোকান ও একটি বসতঘর এবং দিদারুল আলমের মালিকানাধীন দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
তিনি বলেন, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ৬টি বসতঘর ও দোকান পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জেএন/পিআর