বোয়ালখালীতে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইমরান হোসাইন সজীব।
এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেন, কৃষি অফিসার মো.আতিক উল্লাহ, সমাজ সেবা অফিসার মো.দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো.মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.জহির উদ্দিন ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন। এসময় ইউনিয়ন পরিষদ সচিববৃন্দ ও উদ্যােক্তারা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও ইমরান হোসাইন সজীব বলেন, সর্বজনীন পেনশন স্কিম মাননীয় প্রধানমন্ত্রীর একটি সময় উপযোগী যুগান্তকারী পদক্ষেপ।
এই স্কিম অবসর জীবনের সুরক্ষা নিশ্চিত করবে। এতে দেশের সব শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করতে পারবেন।
জেএন/পূজন/পিআর