বিগ ব্যাং থিউরি 

১৯২৭ সালে জর্জ লেমেটার (Georges Lemmaitre) একটি মডেল প্রস্তাব করেন। তার প্রস্তাব অনুসারে কসমোলজিক্যাল কনস্ট্যান্টের মান একটি ক্রিটিক্যাল মানের থেকে সামান্য বেশি।

- Advertisement -

এতে দেখা যায় মহাবিশ্বের জ্যামিতিক গঠন হবে গোলকাকার (Spherical)। মহাবিশ্ব সম্প্রসারণশীল থাকবে এবং এক সময় তা স্থির হবে (Hovering)। স্থির কাল পার হয়ে আবার তা সম্প্রসারণশীল হবে।

- Advertisement -google news follower

লেমেটারের মডেল অনুসারে মহাবিশ্ব অসীম ঘনত্বের (Infinite Density) একটি অবস্থা থেকে শুরু হয়। যাকে লেমেটার নাম দেন Primeval Atom বা আদি কণা।

লেমেটার এই ধারনাটি গুরুত্বের সঙ্গে প্রচার করেন। এই ধারণাই বিগ ব্যাং থিওরি (Big Bang Theory) হিসাবে পরবর্তীতে প্রচার পায়।

- Advertisement -islamibank

বিগ ব্যাং শব্দটি ব্যবহার করেন Fred Hoyle । একটি অসীম ঘনত্বের এবং উচ্চতাপমাত্রার অবস্থান থেকে মহাবিশ্বের সূচনা এই ধারনাই বিগ ব্যাং থিওরির মূল কথা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM