ঈদযাত্রায় সোনার বাংলা ও উপকূলের সাপ্তাহিক ছুটি বাতিল

অনলাইন ডেস্ক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সুবিধার্থে দুই ট্রেনের ছুটি বাতিল করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সাপ্তাহিক বন্ধ বাতিল করা ট্রেন দুটি হলো চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস।

- Advertisement -

পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘোষণার মধ্য দিয়ে মঙ্গলবার (২ এপ্রিল) সাপ্তাহিক বন্ধ থাকলেও সোনার বাংলা ট্রেনটি (চট্টগ্রাম হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে) এবং উপকূল এক্সপ্রেস ট্রেনটি (ঢাকা হতে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে) চলবে।

- Advertisement -google news follower

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস এবং ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস ট্রেন দুটি ব্যাপক জনপ্রিয়। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ট্রেন দুটির ছুটি প্রত্যহার করা হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM