অণুচক্রিকার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু

‘উষ্ণ হোক সবার শীত’ নামে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অণুচক্রিকা ফাউন্ডেশন।

- Advertisement -

রোববার (৯ ডিসেম্বর) আঞ্জুমানে ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করে সংগঠনটি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তা রশিদুল আলম, সংগঠন সদস্য সৈয়দ আবরার শাহরিয়ার সম্রাট ও রাকিবুল হাসান রিফাত।

- Advertisement -google news follower

সংগঠনের সদস্য রাকিবুল হাসান রিফাত জয়নিউজকে জানান, পুরো শীতজুড়ে অণুচক্রিকা ফাউন্ডেশনের এ কার্যক্রম চলবে। দরিদ্র শীতার্থ, এতিম ও রাস্তার অসহায়দের মাঝে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই শীতবস্ত্র বিতরণ করা হবে।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন অণুচক্রিকা ফাউন্ডেশন জরুরি প্রয়োজনে বিনামূল্যে রক্তের জোগান দেয়। পাশাপাশি পথশিশুদের ঈদ উৎসব. শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

জয়নিউজ/খোকন
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM