লা লিগা

ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ

খেলাধুলা ডেস্ক :

স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে গেল ভিয়ারিয়াল। ম্যাচটির শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিলো অ্যাথলেটিকো মাদ্রিদদ। খেলার ছয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও হয়েছিল।

- Advertisement -

কিন্তু ডি-বক্সের ভেতর থেকে স্যামুয়েল লিনোর শট ঠেকিয়ে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক। কিন্তু সেই আক্ষেপ দীর্ঘায়িত হয়নি দিয়েগো সিমেওনের শিষ্যদের। ৯ মিনিটে এক্সেলের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। কর্নার থেকে হেডে দলকে এগিয়ে নেন অ্যাক্সেল উইটসেল।

- Advertisement -google news follower

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরতে ৫০ মিনিটে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান আলেকজান্ডার সারলোথ। তাতে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

খেলার শেষ দিকে সাউলের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো। এই জয়ে ৩০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM