দেশের মানুষ ভালোভাবে খেতে-পরতে পারছে: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের মানুষের মধ্যে কোনো হাহাকার নেই। মানুষ ভালোভাবে খেতে-পরতে পারছে।

- Advertisement -

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে পালিয়ে আসা মিয়ানমারের সেনা সদস্যদের ফেরত পাঠানোর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে তিন সেনা বাংলাদেশে পালিয়ে এসেছে। মিয়ানমার এরইমধ্যে পালিয়ে আসাদের নৌপথে ফেরত নেওয়ার প্রস্তাব করেছে।

তিনি আরও বলেন, এখন সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্র শান্ত হলে আগামী সপ্তাহে আগের পালিয়ে আসা সেনাদেরসহ সবাইকে ফেরত পাঠানো হতে পারে।

- Advertisement -islamibank

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য শুনে মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার মানসিক চিকিৎসার জন্য ড্যাবের চিকিৎসকদের আহ্বান জানাব। ড্যাবের চিকিৎসকরা না পারলে আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদের চিকিৎসকরা রয়েছেন। তারা রিজভীর চিকিৎসা করবেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM