ইসরাইলি হামলা: গাজায় নিহত ৩৩ হাজার ছুঁই ছুঁই

ভিনদেশ ডেস্ক

ইসরাইলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছুঁই ছুঁই। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ২৪ হাজারের বেশি। একই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ৭৫ হাজার ফিলিস্তিনি।

- Advertisement -

বৃহস্পতিবার আল জাজিরা জানায়, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩২ হাজার ৯৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৭৫ হাজার ৫৭৭ জন।

- Advertisement -google news follower

অন্যদিকে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় ২৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ২ হাজার ৯২২টি গণহত্যা চালিয়েছে।

- Advertisement -islamibank

আর এর জেরে গাজায় মোট ১৪ হাজার ৫০০ শিশু এবং ৯ হাজার ৫৬০ জন নারী নিহত হয়েছেন।

এছাড়া আরও ৭ হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা নিখোঁজ রয়েছেন এবং ইসরাইলি হামলায় ৭৫ হাজার ৫৭৭ জন আহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর সীমান্ত ভেঙে ইসরাইলে হামলা চালিয়েছিল হামাস। সেই হামলার প্রতিশোধ নিতে ওইদিন থেকেই গাজায় আকাশপথে অভিযান শুরু করে ইসরাইল।

পরে স্থল অভিযানে নামে দখলদার বাহিনীর হাজার হাজার সৈন্য।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM