ভারত থেকে বাংলাদেশে আলু আমদানি অব্যাহত রয়েছে। সর্বশেষ বুধবার (৩ এপ্রিল) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ২৬টি ট্রাকে ৬৭৮ মেট্রিকটন আলু আমদানি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব।
তিনি জানান, আগে প্রতিদিন গড়ে এক থেকে দুটি গাড়ি আলু আমদানি হলেও বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১০ থেকে ১২ গাড়িতে। কিন্তু বুধবার একদিনে ২৬টি ভারতীয় ট্রাকে ৬৭৮ মেট্রিকটন আলু আমদানি হয়েছে।
তিনি আরও জানান, আলু যেহেতু কাঁচাপণ্য দ্রুত বাজারজাত করতে না পরলে পচে যাবে। তাই বন্দরের কার্যক্রম দ্রুত শেষে করে আমদানিকারকদের চাহিদা মোতাবেক গাড়িগুলো ছাড়করণ করা হচ্ছে।
এদিকে হিলি বাজার ঘুরে দেখা যায়, আমদানি বৃদ্ধি পেলেও দামে কোনো প্রভাব নেই। আগের দামেই বিক্রি হচ্ছে।
ভারতীয় আমদানিকরা আলু ৩০ টাকা, হল্যান্ড (দেশীয় হাইব্রিড) ৩২ টাকা এবং দেশি আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি কাস্টমসের সর্বশেষ তথ্য মতে গত দু’দিনে হিলি স্থলবন্দরে ৩৯টি ভারতীয় ট্রাকে ১ হাজার ২৬ মেট্রিকটন আলু আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ৭১ লাখ ৮২ হাজার টাকা।
জেএন/পিআর