লক্ষ্মীপুর কারাগারে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

লক্ষ্মীপুর জেলা কারাগারে ছেলে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম বেলায়েত হোসেন ভূঁইয়া (৭২)।

- Advertisement -

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান।

- Advertisement -google news follower

মৃত বেলায়েত রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের হেদায়েত হোসেন ভূঁইয়ার ছেলে।

নিজের ছেলেকে হত্যার ঘটনায় আদালত তাকে ১০ বছরের সাজা দেন।

- Advertisement -islamibank

জেলার সর্বোত্তম দেওয়ান বলেন, দীর্ঘদিন ধরে বেলায়েত অসুস্থ ছিলেন। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাত সাড়ে ১০টায় সদর হাসপাতালে পাঠানো হয়।

পরে হাসপাতালেই নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর বেলায়েত হোসেনকে কারাগারে আনা হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল জানান, বেলায়েত হোসেনকে মৃত অবস্থায় পেয়েছেন তারা। পথেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

কি কারণে তার মৃত্যু হয়েছি এখনই বলতে পারছি না। মরদেহ মর্গে রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM