বোয়ালখালীতে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের (বাগীশিপ) স্বর্ণপদক নৈতিক ও গীতা শিক্ষা প্রতিযোগিতার লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় ১২শত জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে।
এতে শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি কেন্দ্র সচিব,
সঞ্জয় চৌধুরী হল সুপার এবং রুপন দাশ সহকারী হল সুপার দায়িত্বে ছিলেন।
পরীক্ষা শেষে পোপন দাশের সভাপতিত্বে আয়োজিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, প্রকৌশলী বিজয় কুমার চৌধু্রী কিষান, কাউন্সিল সুনীল চন্দ্র ঘোষ, সংগঠনের উপদেষ্টা বিপ্লব দাশ বাবু, সাধারণ সম্পাদক রুপন দাশ, রাজীব চক্রবর্ত্তী, বিশুরাম বসু সাটু, অমিত লালা ও অপু কুমার বৈদ্য।
এসময় উপস্থিত ছিলেন, সাজিব চৌধুরী সাজু, অনিক চৌধুরী বাসু, অসীম ঘোষ, নিখিল চৌধুরী, প্রভাত শীল, রূপন দাশ, বিপ্লব দাশ, দিপক চক্রবর্ত্তী, বাবুল বৈদ্য, শুভ ঘোষ, বাবলি ঘোষ, শুভ দাশ, সঞ্জয় চক্রবর্ত্তী, শুভ মোহন দাশ, বিশেক চৌধুরী, সাথী চৌধুরী, সজীব প্রভু, আদিত্য দাশ, নিলয় চৌধুরী প্রমুখ।
জেএন/পুজন/পিআর