চট্টগ্রাম উইজার্ড এর ইফতার মাহফিল ও বার্ষিক সাধারণ সভা শুক্রবার (৫ এপ্রিল) চট্টগ্রাম নগরের গ্রিন শ্যাডো রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে চট্টগ্রাম উইজার্ড এর সকল সদস্যদের নিয়ে সংগঠনের সকল প্রকার আয়ব্যয় ও চট্টগ্রাম উইজার্ডের বিগত পরিচালনা পর্ষদের অধিনে সকল কার্যক্রমের উপর আলোচনা হয়।
আলোচনা সভা শেষে সকল সদস্যের অংশগ্রহণে চট্টগ্রাম উইজার্ড এর ১৫ সদস্য বিশিষ্ট নতুন পরিচালক পর্ষদ গঠিত হয়।
নতুন পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন রাজিব বড়ুয়া, সহ-সভাপতি সাইফুজ্জামান শোভন, সাধারণ সম্পাদক জাবেদুর রহমান তপু, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ তানিন, দপ্তর ও কোষাধ্যক্ষ মোঃ ইলিয়াস, উপ দপ্তর ও কোষাধ্যক্ষ গোলাম আহমেদ লিটন, সাংগঠনিক সম্পাদক মুহিবুল্লাহ জুয়েল, সাংগঠনিক সম্পাদক আদনান তালুকদার, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক সুমন সাহা, উপঃ ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক সীমান্ত মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি বড়ুয়া, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেকুল ইসলাম এবং তিন জন সদস্য যথাক্রমে আশিকুননবী চৌধুরী, সাজ্জাদূর রহমান সাজ্জাদ ও ইকরাম আনোয়ার।
নব নির্বাচিতরা চট্টগ্রাম উইজার্ডকে চট্টগ্রামের বুকে একটি সুসংগঠিত যুগোপযোগী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেএন/এমআর