কর্ণফুলীর বড়উঠান এলাকায় একটি নোহা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ইউটার্ন ডিভাইডারের উপর আঁচড়ে পড়ে সামনের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে গেছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার দৌলতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় গাড়ির ড্রাইভার ও যাত্রীরা কেউ হতাহত না হলেও গাড়িটির বেশ ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের টিআই মো. আমির ফারুক। তিনি বলেন, দুপুর ১২টার দিকে শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলো নোহা গাড়িটি (চট্টমেট্টো চ ১১-৬৮১৭)। গাড়িটি কর্ণফুলীর দৌলতপুর এলাকায় পৌঁছলে ড্রাইভার তাঁর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়ক থেকে ইউটার্ন ডিভাইডারের উপর আঁচড়ে পড়ে।
তিনি আরো বলেন, গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি রাস্তা থেকে সরানো হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।
জেএন/হিমেল/এমআর