জনপ্রিয় কোরীয় গায়িকার আকস্মিক মৃত্যু

বিনোদন ডেস্ক :

বিশ্ববিখ্যাত কোরিয়ান পপ গায়িকা পার্ক বো রাম মাত্র ৩০ বছর বয়সেই চলে গেলেন।

- Advertisement -

গতকাল ১১ এপ্রিল মৃত্যু হয় গায়িকার। এমন অকাল মৃত্যুতে দক্ষিণ কোরিয়া ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। এই বছর সঙ্গীতশিল্পে ১০ বছর পূর্ণ হত তাঁর।

- Advertisement -google news follower

এই উপলক্ষে নতুন গান প্রকাশের প্রস্তুতিও নিচ্ছিলেন পার্ক বো রাম। কোরিয়ার গণমাধ্যম সূত্র অনুসারে, গায়িকার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

পার্ক বো রামের সংস্থা একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, “জানাডু এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আমরা একটি খারাপ খবর দিতে চলেছি। পার্ক বো রাম ১১ এপ্রিল গভীর রাতে মারা যান।

- Advertisement -islamibank

জানাডু এন্টারটেইনমেন্টের সমস্ত শিল্পী এবং নির্বাহীরা গভীর শোকে রয়েছি। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে আলোচনা করে শেষকৃত্য করা হবে। আমরা মৃত ব্যক্তির প্রতি গভীর সমবেদনা জানাই যাতে তিনি শান্তিতে চির বিশ্রাম নিতে পারেন।”

এদিকে নামিয়াংজু থানার পুলিশ কর্মকর্তাদের দাবি, পার্ক বো রাম মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বন্ধুদের পার্টিতে ছিলেন।

তিনি আরও দুই বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন বলে জানা গেছে। চিকিৎসকদের প্রাথমিক ধারনা মতে, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন।

প্রতিবেদন অনুসারে, গায়িকা রাত প্রায় ১০টা নাগাদ ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠেন। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ফিরছেন না দেখে যখন তাঁর বন্ধুরা দেখতে যান এবং দেখা যায় অচেতন অবস্থায় সিঙ্কের কাছে পড়ে আছেন গায়িকা। দ্রুত অ্যাম্বুল্যান্স ডেকে তাঁর বন্ধুরা গায়িকাকে সিপিআর দিচ্ছিলেন।

হানিয়াং ইউনিভার্সিটি গুরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রাত ১১:১৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM