বান্দরবান উপজেলার ঘুমধুমে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে নুরুল কাশেম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া পাড়া এলাকায় পাহাড় কাটার সময় পাহাড় ধসে মাটি চাপা পড়ে ২ জন শ্রমিক আহত হন। খবর পেয়ে কক্সবাজারের উখিয়া ফায়ার সার্ভিস এবং ঘুমধুম পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাটির নীচ থেকে শ্রমিকদের উদ্ধার করেন।
এসময় ঘটনাস্থলেই শ্রমিক নুরুল কাশেমের মৃত্যু হয়। অপর একজন শ্রমিককে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শ্রমিক উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সদস্য বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জয়নিউজকে জানান, পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিক মারা গেছে। আহত অবস্থায় আরেকজনকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়নিউজ/আলাউদ্দিন/জুলফিকার