রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী

দেশজুড়ে ডেস্ক

ঈদের সরকারি ছুটি শেষ না হলেও রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঢাকা ফেরাদের অধিকাংশই বেসরকারি চাকুরে।

- Advertisement -

তারা জানান, ঈদের ছুটি শেষ তাই গ্রামে থাকার সুযোগ নেই। স্বজনদের মায়া কাটিয়ে বাধ্য হয়ে ফিরছেন কর্মস্থলে।

- Advertisement -google news follower

ঈদ শেষ হলেও, আমেজ এখনও শেষ হয়নি। ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সরকারি ছুটি। তাই রাজধানীতে কর্মচাঞ্চল্য ফিরতে এখনও বাকি।

কিন্তু এরইমধ্যে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। কমলাপুর রেলস্টেশনে আসা প্রতিটি ট্রেনেই যাত্রী সংখ্যা বেশি নয়।

- Advertisement -islamibank

অন্যদিকে, রাজধানী ছাড়া মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য। তারা জানান, টিকেট সমস্যা ও ভিড় এড়াতে ঈদের পর গ্রামের বাড়ি যাচ্ছে।

এদিকে, ভোরের আলো ফোঁটার আগ থেকে একে একে লঞ্চ ভিড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে। দক্ষিণবঙ্গ থেকে আসা মানুষের সংখ্যা তেমনটা নয়।

তবে যারা রাজধানীতে ফিরছেন, তাদের জীবিকার তাগিদেই ফিরতে হচ্ছে বলছেন যাত্রীরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM