জ্বালানি তেলের দাম বেড়েছে বিশ্ববাজারে

অর্থনীতি ডেস্ক

ইসরাইলে ইরানি হামলার আশঙ্কায় বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম। এক শতাংশ বেড়ে প্রতি ব্যারেলে ডব্লিউটিআই ক্রডের দাম উঠেছে ৮৫ ডলার ৬৬ সেন্টে। আর প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯০ ডলার ৪৫ সেন্টে।

- Advertisement -

শনিবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

- Advertisement -google news follower

এতে বলা হয়, ওপেকের তৃতীয় শীর্ষ তেল উৎপাদক দেশ ইরান। গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি বিমান হামলায় আইআরজিসির শীর্ষ জেনারেলসহ নিহত হন ১৩ জন।

ওই ঘটনার পর ইসরাইলে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে ইরান। যে কোনো সময় ইহুদি দেশটিতে চালানো হতে পারে এই হামলা।

- Advertisement -islamibank

ইসরাইল-হামাস সংঘাতে ইরানের জড়িয়ে যাওয়ার শঙ্কার মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এমন প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বেড়েছে এক শতাংশ।

সপ্তাহ শেষের লেনদেনে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯০ ডলার ৪৫ সেন্টে। আর ডব্লিউটিআই ক্রডের দাম প্রতি ব্যারেলে বেড়েছে ৬৪ সেন্ট। বিক্রি হচ্ছে ৮৫ ডলার ৬৬ সেন্টে।

ব্লুমবার্গ জানায়, চলতি সপ্তাহে ইরানের ইসরাইল-হামাস সংঘাতে জড়িয়ে পড়ার উদ্বেগে জ্বালানি তেলের দাম বিগত ছয় মাসের মধ্যে সর্বোচ্চের কাছাকাছি পৌঁছে যায়।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি উঠে যায় ৯২ ডলারে। আর ডব্লিউটিআই ক্রুডের দাম ওঠে ৮৭ ডলারে।

উল্লেখ্য, ভূ-রাজনৈতিক উত্তেজনা ঘিরে সরবরাহ সংকট উদ্বেগের মুখে এ বছর বিশ্ববাজারে ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ ও ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ১৭ শতাংশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM