কর্ণফুলীতে ডুবে নিখোঁজ দুই ভাই, একজনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ হয়েছেন। তাঁরা হলেন- সোহম বড়ুয়া (১১) ও আপন বড়ুয়া (৯)।

- Advertisement -

তাঁরা সম্পর্কে চাচাত জেঠাত ভাই। তাদের বাড়ি উপজেলার শিলক ইউনিয়নের পূর্ব বড়ুয়াপাড়া গ্রামে। শনিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে একই এলাকার নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজের ৭ ঘন্টা পর আপনকে মৃত উদ্ধার করে কাপ্তাই নৌ বাহিনীর ডুবুরি দল।

- Advertisement -google news follower

অন্যদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপরজনকে খুঁজে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, সোহমের জেঠাত ভাই আপন বড়ুয়া ঈদ ও নববর্ষের ছুটিতে পরিবারের সাথে চট্টগ্রাম নগরের বাসা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসে।

গ্রামের বাড়িতে থাকা সোহমের সাথে ঘরের পাশে কর্ণফুলী নদীতে গোসল করতে যায় আপন। গোসলের এক পর্যায়ে পানির স্রোতে তারা তলিয়ে যায়। টের পেয়ে স্থানীয় লোকজন নদীতে খোঁজ চালায়। পরে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনে খবর দিলে চট্টগ্রাম নগর থেকে ডুবুরি এসে অভিযান চালায়।

- Advertisement -islamibank

প্রতিবেশী ও শিক্ষক অর্পণ বড়ুয়া বলেন, স্থানীয় বাসিন্দা সুজন বড়ুয়ার ছেলে সোহম স্থানীয় একটি স্কুলের ষষ্ট শ্রেণিতে ও রাজু বড়ুয়ার ছেলে আপন চট্টগ্রাম নগরের একটি স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়ে।

জানতে চাইলে চাইলে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে চট্টগ্রাম নগরের ফায়ার সার্ভিসের ডুবুরিকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান চালায়। পাশাপাশি কাপ্তাই নৌ বাহিনীর ডুবুরি দলও নদীতে নামে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান স্থগিত করলেও নৌ বাহিনীর ডুবুরি দল আপনকে মৃত অবস্থায় উদ্ধার করে। ”

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM