চট্টগ্রাম শিশু একাডেমিতে পহেলা বৈশাখ উদযাপন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলার উদ্যোগে শুভ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আজ রোববার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

- Advertisement -

এসো হে বৈশাখ এসো এসো’ শ্লোগানে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বাদ্যের তালে তালে গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যের লোকজ উপকরণ পালকি, পুতুল, রঙিন প্ল্যা-কার্ড মঙ্গল শোভাযাত্রায় যোগ করেছে অনন্য মাত্রা।

- Advertisement -google news follower

সকাল সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশু একাডেমির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা, জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও সংসদের চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সরোয়ার কামাল ও একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিন।

- Advertisement -islamibank

উল্লেখ্য যে, পহেলা বৈশাখ উপলক্ষে গত ৮ এপ্রিল সোমবার শিশু একাডেমি প্রাঙ্গনে চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM